আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে?

  রাজীব হোসেন শান্ত  বৃহস্পতিবার | আগস্ট ২২, ২০২৪ | ০৪:৫১ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি বর্ষণ। ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসী দিয়ে মানুষ হত্যা। বার বার অগণতান্ত্রিক পন্থায় নির্বাচন করে জনগণের সাথে প্রহসন ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ নাগরিক, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাচ্ছে। তাদের দাবি অনুযায়ী আওয়ামী লীগ আর বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে বা। তাদের দাবি অনুযায়ী আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতাকে কুক্ষিগত করার জন্য ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে দেশব্যাপী নৈরাজ্য করতে। ছাত্রলীগ দিয়ে শিক্ষাঙ্গনে সন্ত্রাস চালিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করেছে, চাঁদাবাজি টেন্ডারবাজি করেছে। যুবলীগ দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করেছে। ভোট ডাকাতি করে ফলাফল ছিনিয়ে নিয়েছে। প্রতিটি পাড়া মহল্লায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। ৫ আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরতন্ত্রের পতন ঘটিয়ে মানুষ মুক্তির স্বাদ পেয়েছে এবং দ্বিতীয় বার স্বাধীনতা লাভ করেছে। ২০২৪ সালে ছাত্রজনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে ১৯ আগস্ট  হাইকোর্টে রিট করা হয়েছে। রিটকারী হলেন মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না এ আগামীকাল বৃহস্পতিবার রিটের শুনানি হবে বিচারপতি কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে।