

অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সাথে এলডিপির চেয়ারম্যান কর্ণেল অলি আহমেদ বৈঠক করেছেন। দেশের রাজনীতি, নির্বাচন, রাস্ট্র সংস্কার ইত্যাদি বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। আলোচনা শেষে বেরিয়ে এসে অলি আহমেদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সাংবাদিকরা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে আলোচনা হয়েছে কি না তাঁর নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছোটখাটো বিষয় নিয়ে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে পারলে, গণহত্যার দায়ে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে না? এমন প্রশ্ন তিনি প্রধান উপদেষ্টার নিকট করেছেন।
নির্বাচন নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন নয়। কর্ণেল অলি তার পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার কথা জানিয়ে এসেছেন।