অগ্রণী ব্যাংক এর ব্যবসায়িক পারফরমেন্স শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত 

  জাগো ডেস্ক  মঙ্গলবার | জুন ১৫, ২০২১ | ০৮:৪২ পিএম

অগ্রণী ব্যাংক এর  জুন সমাপনীকে লক্ষ্য রেখে ‘মে ২০২১ ভিত্তিক  ব্যবসায়িক পারফরমেন্স  শীর্ষক’ সম্প্রতি এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। ওয়েবিনারে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ব্যবসায়িক লক্ষ্যমাত্রা, বিশেষ করে বৈদেশিক বাণিজ্যে  পারফরমেন্স এর সার্বিক বিষয়ে পর্যালোচনা করা হয়েছে। পরবর্তীতে আমদানি, রপ্তানী ব্যবসার লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জনের সুস্পষ্ট পরিকল্পনা, ব্যাংক এর ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে বাংলাদেশ ব্যাংক এ সঠিক রির্টান ও বিবরণী পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। উক্ত ওয়েবিনারে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম 
 এবং মোঃ ওয়ালী উল্লাহসহ সংশ্লিষ্ট  মহাব্যবস্থাপক, কর্পোরেট শাখা প্রধান, আমদানী-রপ্তানী সেকশনের ইনচার্জগণ  উপস্থিত ছিলেন।