

নীলফামারীর সৈয়দপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে পৌরসভা দল। ৪ জুন শুক্রবার বিকাল ৪টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের বালক (অনুধর্ব১৭) ফাইনাল খেলার পুরস্কার বিতরণী ও সমাপনি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন।
বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র-১ শাহীন হোসেন, কাউন্সিলর জোবায়ইদুর রহমান শাহীন, কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, ক্রীড়া সংস্থার সদস্য সাহাবাত আলী সাব্বু প্রমুখ।
ফাইনাল খেলায় সৈয়দপুর পৌরসভা বনাম বোতলাগাড়ী ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত খেলায় পৌরসভা ৩-১ গোলে বোতলাগাড়ী ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।