পশ্চিম নওপাড়ায় টাকার ক্রিকেট টুর্নামেন্ট!

  নিজস্ব প্রতিবেদক :  শুক্রবার | জুলাই ২১, ২০২৩ | ১২:০০ এএম

খেলাধুলায় বারে বল, মাদক ছেড়ে মাঠে চল, এই স্লোগানকে সামনে রেখে  মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন কুকুটিয়া  ইউনিয়নের ঐতিহ্যবাহী  পশ্চিম নওপাড়া গ্রামে যুব সমাজ কর্তৃক আয়োজিত শুরু হয়েছে লাখ টাকার ক্রিকেট টুর্নামেন্ট। 

কর্মকর্তাদের সাথে আলাপ করে জানা যায় যে, উক্ত খেলায় বিভিন্ন উপজেলার সর্বমোট ১৬ টি দল অংশগ্রহণ করে।খেলার  চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে রাখা হয়েছে এক লক্ষ টাকা  এবং রানার্স আপ পুরস্কার হিসেবে রাখা হয়েছে ৫০ হাজার টাকা প্রাইজ মানি। 

কোয়াটার ফাইনালের আজকের খেলায় অংশগ্রহণ করে পাচুলদিয়া নাইট রাইডার্স বনাম লৌহজং একাদশ, খেলায় প্রথমে ব্যাট করতে নেমে লৌহজং একাদশ ১৬ ওভারে ৯১ রান সংগ্রহ করে,৯২ রানের তারা করে পচলদিয়া একাদশ ৬ উইকেটে জয়লাভ করে, ম্যান অফ দ্যা ম্যাচ হয় পাচলদিয়া নাইট রাইডার্স এর মোঃ আব্দুল মালেক।অংশগ্রহণকারী দলগুলো হলো: পাচলদিয়া নাইট রাইডার্স, আইন্তা স্পোর্টিং ক্লাব, কেরানীগঞ্জ ছনবাড়ি একাদশ শ্রীনগর,
খিদির পাড়া একাদশ, লৌহজং সিংপাড়া বয়েজ ক্লাব শ্রীনগর। কিংস ইউনাইটেড ঢাকা। পাড়াগাঁও একাদশ শ্রীনগর রয়েল গোল্ডেন শ্রীনগর। ইউবিএ একাদশ যাত্রাবাড়ী, ২২ গজ একাদশ শ্রীনগর। 
ডিম ইলেভেন  শ্রীনগর। জৈনসার একাদশ লৌহজং, দেওপাড়া একাদশ শ্রীনগর , সেগুনবাগিচা একাদশ ঢাকা। 
 

লৌহজং সুপার কিং, এবং লৌহজং মাঠ একাদশ.এ সময় ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন মেহেরীন টেলিকম এর স্বত্বাধিকারী আমজাদ হোসেন মিঠু এবং রূপালী গার্মেন্টস এর স্বত্বাধিকারী হাজী মোহাম্মদ জাকির হোসেন।