

সিনেমার সেটে প্রেম, এরপর গোপনে বিয়ে, অতঃপর সন্তান আগমনের খবর দেন তারা। বলছি চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ দম্পতির কথা। শনিবার (২২ জানুয়ারি) রাতে পরীর বাসায় পারিবারিক আয়োজনে সম্পন্ন হলো তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
বিয়ের জন্য রাজ ও পরী পোশাকে বেছে নিয়েছিলে সোনালি ও মেরুন রং। বর-কনের বেশে সেখানে দুজনকে বেশ রোমান্টিক মুডেই দেখা গেল। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে তাদের বিয়ের কিছু ছবি। সেই ছবিগুলো তুলেছেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী।
ক্যাপশনে লিখেছেন, ‘রাজ-পরীর বিয়ে। আমার তোলা ছবি। অনেক ভালোবাসা, সুখি হও তোমরা। অনেক অভিনন্দন। সবাই প্রার্থনায় রাখবেন প্লিজ।’