ফাইল ছবি

চলে গেলেন

  অনলাইন ডেস্ক:   মঙ্গলবার | জানুয়ারি ২৫, ২০২২ | ১২:০০ এএম

বিখ্যাত তুর্কী ড্রামা "দিলিরিস আর্তুগ্রুল" সিরিজ একটি অতি জনপ্রিয় চরিত্র 'আর্তুক বে' জিনি এই ড্রামায় সাদা দাড়িয়াওয়ালা যে গোয়েন্দা গ্রুপ ছিলো তাদেরই একজন এবং একজন বিজ্ঞ হাকীম বা ডাক্তার চরিত্রে অভিনয় করেছেন। তাঁর মূলনাম আয়বার্ক পেকচান।

গতকাল ২৪ জানুয়ারি পরিচালক মেহমেত বোজদাগ তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে জানান যে, আর্তুক বে মারা গেছেন।

তিনি দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তুর্কি ড্রামা সিরিজ ইন্ডাস্ট্রিতে।

আর্তুগ্রুল সিরিজের শেষের দিকে মংগোল দস্যুদের দ্বারা তাঁর একটি চোখ উপড়ে ফেলার দৃশ্য দেখা যায়, তখনো তিনি শতভাগ অনুগত ছিলেন আর্তুগ্রুলের। আজ তাঁর দুচোখ ই চিরতরে বন্ধ হয়ে গেলো মর্মে আফসোস করেছেন তার সহকর্মীরা।

উল্লেখ্য আর্তুগ্রুল সিরিজটি এখনো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সিরিজ যা ২০০ টির বেশি ভাষায় ডাবিং হয়েছে এবং কোন কোন দেশ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সম্প্রচার করেছে।

এটি মূলত মংগোল, রোমান ও সেলজুক সাম্রাজ্যের বিপরীতে বেড়েউঠা "উসমানী সাম্রাজ্যের" ইতিহাস, যার গোড়াপত্তন হয়েছিলো একটি তুর্কী যাযাবর গোষ্ঠী প্রধান আর্তুগ্রুল গাজীর পিতা সোলেমান শাহের হাত ধরে এবং পর্যায়ক্রমে পূর্ণতা লাভ করে আর্তুগ্রুল গাজী ও উসমান গাজীর মাধ্যমে।

আর্তুগ্রুল সিরিজের এই শক্তিমান অভিনেতা "আর্তুক বে" চিরস্মরণীয় হয়ে থাকবে কোটি কোটি ভক্তের মাঝে দীর্ঘকাল।

সূত্র: অনলাইন