

গত ৮ জুলাই ২০২৩ লালকুঠি সাহিত্য পরিষদ এর উদ্যোগে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে বিশেষ সাহিত্য সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। লালকুঠি সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি, লালকুঠি দরবার শরীফের গদীনসীন পীর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. আহসানুল হাদীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ফররুখ গবেষণা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ও কালচারাল রিসার্চ সেন্টারেরর নির্বাহী পরিচালক এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক সম্পাদক ও কবি মাহমুদুন্নবী জ্যোতি, সাংবাদিক নেতা ও মিডিয়া ব্যক্তিত্ব জাহিদ আবেদিন, বিশিষ্ট শিল্পী ও গীতিকার লিটন হাফিজ চৌধুরী, কবি তাজ ইসলাম, কবি মঞ্জু খন্দকার, বাংলাদেশ সর্ট ফিল্ম সোসাইটির সভাপতি হোসনে মোবারক ক্বারী ও কন্ঠশিল্পী হাবিবুর রহমানের কুরআন তেলায়তের মধ্য দিয়ে আয়োজন শুরু হয়। শুরুতেই "জাতীয় কবি নজরুল ইসলামের কবিতায় কুরবানির ঈদ" শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন লালকুঠি সাহিত্য পরিষদ এর সাধারণ সম্পাদক কবি আমিন আল আসাদ।
আলোচনায়া অংশ নেন কবি জামান সৈয়দী এবং কবি ইবনে আবদুর রহমান, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের সাবেক কর্মকর্তা ক্বারী আলমগীর হোসেন মোল্লা, লালকুঠি দরবার এর প্রতিনিধি আবু জাহিদ, বাংলাদেশে অধ্যায়নরত বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের পাকিস্তানী ছাত্র ও তরুণ নজরুল গবেষক আবু তাহের। কবিতা পাঠ করেন মুক্তিযোদ্ধা কবি মোহাম্মদ রফিক মিয়া, কবি আলমগীর হোসেন জোয়ার্দার, কবি জুলিয়াস খান ও কবি ক্বারী হাবিবুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মো. নাদীম ও এক্সিম ব্যাংকের প্রিন্সিপাল অফিসার জামান শিকদার প্রমুখ।
সভাকে সাফল্য মন্ডিত করতে সার্বিক সহযোগিতায় ছিলেন কবি জয়নাল আবেদিন ও মাশুক আহমেদ।