কাল জবি প্রেসক্লাবের গবেষণা বিষয়ক লাইভ

  জবি সংবাদদাতা  রবিবার | জুন ১৩, ২০২১ | ০১:২৭ এএম

”গবেষণায় শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ” শীর্ষক একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কর্মরত প্রগতিশীল চিন্তাধারার সাংবাদিকদের সংগঠন ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’।

কাল রবিবার (১৩ জুন) রাত ৮.০০টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ফেসবুক পেজ থেকে লাইভ অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে।

জবি প্রেসক্লাবের সিনিয়র সদস্য নোমান আল আবদুল্লাহ’র সঞ্চালনায় এই অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নুরে আলম আব্দুল্লাহ। তিনি গবেষণা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। অনুষ্ঠানে সরাসরি প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা অতিথির কাছ থেকে বিভিন্ন তথ্য জেনে নিতে পারবেন বলেও জানা যায়।

এর আগে গত ২৯ মে ''শিক্ষার্থীদের চলমান সংকট নিরসন ও শিক্ষার্থীদের করণীয়'' একটি লাইভ যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল এবং সবশেষ গত ৫ জুন ''জবির নতুন দিনের স্বপ্ন ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব'' শীর্ষক লাইভে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রীহলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম। দুটি লাইভ প্রোগ্রামক 'জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব' -এর ফেসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।