

বাংলাদেশ কল্যাণ পার্টির ৫ম কাউন্সিলে মুন্সিগঞ্জের কৃতিসন্তান জাহিদুর রহমানকে যুগ্ম-মহাসচিব মনোনীত করায় তাঁকে কল্যাণ পার্টি শ্রীনগর থানা কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়। শুভেচ্ছা পরবর্তী স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে জাহিদুর রহমান বলেন, পার্টির চেয়ারম্যান রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক আমাকে পার্টির যুগ্ম-মহাসচিব মনোনীত করায় আমি উনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বলেন বাংলাদেশ কল্যাণ পার্টি ইতিবাচক পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাস করে তাই পার্টির স্লোগান হচ্ছে "পরিবর্তনের জন্য রাজনীতি" বা "Politics for Change "। কল্যাণ পার্টি মনে করে বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক ও সামগ্রিক যে উন্নয়ন মানুষ প্রত্যাশা করে সেই প্রত্যাশা পুরণে সরকার সমূহ ব্যর্থ হয়েছে। মুক্তিযুদ্ধের মৌলিক চেতনা "সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার" এই মূলনীতিও বাস্তবায়ন হয়নি, তাই ধনী ও দরিদ্রের মাঝে বৈষম্য, ন্যায়বিচার প্রপ্তিতে বৈষম্য এখনও বিদ্যমান। সমাজে অর্থনৈতিক সুসম বণ্টন না থাকার ফলে ধনী আরও ধনী এবং গরীব আরও গরীব হচ্ছে দিনদিন, তাই একটি পরিবর্তন অপরিহার্য। এই পরিবর্তন সম্ভব তরুণ প্রজন্মের হাত ধরে। আর তাই বাংলাদেশ কল্যাণ পার্টির ৭৫% উপরে তরুণ এই দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন যাদের হাত ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করে কল্যাণ পার্টি। এক প্রশ্নের জবাবে জনাব জাহিদুর রহমান বলেন বাংলাদেশ কল্যাণ পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৫০টি আসনে নিজেদের প্রার্থী দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিতায় এবং পার্টির চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী মুন্সিগঞ্জ-১ আসনে আগামী নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা জোরদারে কাজ করে যাচ্ছে আমাদের অঙ্গসংগঠন সমূহ । তিনি বলেন দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা অর্জন ও দেশীয় শিল্পে মুন্সিগঞ্জের জনগণের অসামান্য অবদান থাকা সত্ত্বেও শিক্ষা ও সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে এই জেলার মানুষ অনেক পিছিয়ে। তাই আগামীতে আমরা জনগণের সেবা করার সুযোগ পেলে এই বিষয়টিতে অগ্রাধিকার ভিত্তিক কাজ করবো ইনশা-আল্লাহ। প্রাচীন সেন রাজাদের রাজধানী বিক্রমপুর আজ উন্নয়ন থেকে বঞ্চিত, ঢাকা শহরের এতো কাছে ও নিকটবর্তী হওয়া সত্ত্বেও প্রকৃত উন্নয়নের ছোঁয়া থেকে মুন্সিগঞ্জ এখনও বঞ্চিত তাই আমরা মুন্সিগঞ্জকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগী হবো। এসময় আরও উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্ট লেখক ও গবেষক এমদাদুল হক চৌধুরী, স্বেচ্ছাসেবক কল্যাণ পার্টির সহ-সভাপতি মো: ইয়াছিন খোকন, কল্যাণ পার্টি শ্রীনগর থানা কমিটির সভাপতি মোহাম্মদ শহীদ, সহ-সভাপতি শফিকুল ইসলাম সুৃমন, সেক্রেটারি মিন্টু মণ্ডল গোকুল, রাহাত হোসেন রাব্বি, শাহ আলম সরদার, মো: অন্তর, ছাত্রনেতা অর্ক হালদার, মো: জামাল হোসেন, মোহাম্মদ রাসেল সহ অন্যান্য ব্যক্তিবর্গ। <!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_221019_125308_365.sdocx-->