শ্রীনগরের পশ্চিম বাঘড়ায় মিনি পশুর হাট বসানোর অভিযোগ

  শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:   মঙ্গলবার | জুন ২৭, ২০২৩ | ১২:৪৮ এএম

শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের পশ্চিম বাঘড়ায় অবৈধভাবে মিনি পশুর হাট বসানোর অভিযোগ উঠেছে। ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কাদির মেম্বারের বাড়ির পাশে মসজিদ সংলগ্ন মিনি পশুর হাটটি বসাতে দেখা গেছে। এতে বাঘড়া বাজার সংলগ্ন উপজেলা প্রশাসনের ইজারাকৃত কোরবানির পশুর হাটটি এখন হুমকির মুখে পড়েছে। সোমবার সন্ধ্যার দিকে সরেজমিনে জানা গেছে, ওই এলাকার মো. খলিলের ছেলে নজরুল ইসলাম অবৈধভাবে মিনি পশুর হাটটি বসান। এ সময় প্রায় ২৫টি গরুর 
উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকালের দিকে মিনি পশুর হাটকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। নজরুলের এক সহযোগী হাবীবকে এনিয়ে বাঘড়া ইজারাকৃত হাটের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, নিয়ননীতির তোয়াক্কা না করে পশ্চিম বাঘড়ার সাবেক মেম্বার কাদিরের আত্মীয়-স্বজনরা বাড়ির পাশে অবৈধভাবে মিনি পশুর হাট বসান। এখন তারা কৌশলগত কারণে বলছেন এখানে গরু রাখা হয়েছে। বাঘড়া অস্থায়ী পশুর হাট ইজারাদার শফিকুল ইসলাম পান্নু মুন্সী অভিযোগ করেন, একটি কুচক্রীমহলের কারসাজিতে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে পশ্চিম বাঘড়া অবৈধভাবে মিনি পশুর হাটটি বসানো হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগপত্র দাখিল করেছি। এ ব্যাপারে অভিযুক্ত নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি দাবী করে বলেন, এখানে কিছু গরু রাখা হয়েছে। এখান থেকে হাটে নিয়ে যাওয়া হবে। তবে এখান থেকে কোন গরু বিক্রি করা হচ্ছেনা। এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।