মেহেরপুর সদরে তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত

  বোরহান উদ্দিন :    বুধবার | মে ২২, ২০২৪ | ০৩:৫৯ পিএম

২১ মে মঙ্গলবার সকাল ১১ টায় মেহেরপুর জেলার ছহিউদ্দীন ডিগ্রী কলেজের হলরুমে  বাংলাদেশ বেতারের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়।অফিসার ইনচার্জ মেহেরপুর সদর থানা সেখ কনি মিয়া প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অংশ নেন।সবাই বাল্যবিবাহ প্রতিরোধে নানামুখী কার্যক্রমের কথা জানান।প্রধান অতিথি বলেন,বাল্যবিবাহ আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমাদের সবার কাজ করতে হবে বাল্যবিবাহ প্রতিরোধে। আসুন সম্মিলিত ভাবে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করি।


উপস্থাপক সজীব দত্ত জানান অনুষ্ঠান টি গত ০৯ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে চলেছে।অনুষ্ঠান টি পরিচালক মোঃ বশির উদ্দিন এর নির্দেশনায়  উপ পরিচালক  মোঃ আমিরুল ইসলামের তত্বাবধানে,সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনের প্রযোজনায়  বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ তারুণ্যের কন্ঠ প্রচার হবে।