

পিরোজপুরের ইন্দুরকানীতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত ও দুর্গত এক হাজার পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার পাঁচটি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো:আবু বক্কর সিদ্দিকী ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শফিকুল ইসলাম বলেন,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে ক্ষতিগ্রস্ত ও দুর্গত পরিবারের মধ্যে চাল, ডাল, তৈল, দুধ, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু বক্কর সিদ্দিকী বলেন, ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত দুর্গত সকল পরিবার সরকারি সহায়তা পাবেন।