শ্রীনগর উপজেলা নির্বাচনে নির্বাচিত হলেন যারা

  খান সুজন, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:  শুক্রবার | মে ৩১, ২০২৪ | ১২:০০ এএম

শ্রীনগর উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য এম মাহবুব উল্লাহ্ কিসমত। দোয়াত-কলম প্রতীকে তিনি পেয়েছেন ৫৭ হাজার ২৩১ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দ্বী উপজেলার বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মসিউর রহমান মামুন কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৬৪০ ভোট। এই দৌড়ে উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ২৫৯ ভোট। এদিন প্রদত্ত ভোটের হার ৪৬.৭৬ শতাংশ। উপজেলায় মোট ভোটার ২ লাখ ৭৭ হাজার ৩৫৮। এতে ১ লাখ ২০ হাজার ৩৫০ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। তবে ৩ হাজার ২২০ ভোট বাতিল হওয়ায় বৈধ ভোটের পরিমান দাড়ায় ১ লাখ ১৭ হাজার ১৩০ ভোট। গত ২৯ মে সকালে উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ৯৩টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। স্মরণকালের সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হয় এই উপজেলায়। রাতে শ্রীনগর উপজেলা কন্ট্রোল রুম থেকে বেসরকারিভাবে নির্বাচনের প্রাপ্ত ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. ফখর উদ্দীন সিকদার। ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে এ্যাডভোকেট কামরুল হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকের মোছাঃ সামছুন নাহার সুমি ভোটে জয়লাভ করেন।