

ইন্দুরকানীতে কচাঁ ও বলেশ্বর নদের পাড়ে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের জলোচ্ছ্বাসে মুহূর্তে ভাসিয়ে নিয়ে গেছে বেড়িবাঁধের এক কিলোমিটার পাকা সড়ক। শুক্রবার উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কলারণ গ্রামে গিয়ে পানির তেড়ে ভেসে যাওয়া সড়কের ক্ষতের চিহ্ন দেখা যায়। আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দা আ:জলিল জানান, জাপানি ব্রাক হাউজের সামনের পাকা সড়কটি এক কিলোমিটার দীর্ঘ। ঝড়ের দিন জলোচ্ছ্বাসে মুহূর্তে সড়কটি কিছু স্থানে ধসে বিলীন হয়ে যায়। বাঁধ না থাকায় সহজে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে। পানি ডুকে আশ্রয়ণ প্রকল্পের ২৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:শফিকুল ইসলাম বলেন, তাদের অর্থায়নে নির্মাণ করা এক কিলোমিটার সড়ক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত চাড়াখালী ও কলারণ আশ্রয়ণ প্রকল্পের ১৫৭টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতারণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:আবু বক্কর সিদ্দিকী বলেন, আশ্রয়ণ প্রকল্পের রাস্তাটি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার করা হবে।