

শ্রীনগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এম মাহবুব উল্লাহ্ কিসমত শপথ গ্রহন করেছেন। সোমবার বেলা ১১ টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার কক্ষে অনুষ্ঠিত শপথ গ্রহন অনুষ্ঠানে বিভাগী কমিশনার মো. সাবিরুল ইসলাম শপথ বাক্য পাঠ করান। এদিন শ্রীনগর উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান এ্যাডভোটেক কামরুল হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সামছুন নাহার সুমি শপথ গ্রহন করেছেন। শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম মাহবুব উল্লাহ্ কিসমত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি স্মার্ট-মডেল শ্রীনগর উপজেলা গড়ার লক্ষ্যে সকলের মতামত ও সহযোগীতা কামনা করেন। উপজেলার ১৪টি ইউনিয়নের জনগণের সেবায় নিয়োজিত থেকে এলাকার উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।