

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন ও দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনায় শ্রীনগর উপজেলা বিএনপি দোয়া মাহ্ফিলের আয়োজন করেছে। উক্ত দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ ১ আসন ( শ্রীনগর - সিরাজদিখান) এর বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব শেখ মোঃ আব্দুল্লাহ্। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান। অনুষ্ঠানে বক্তৃতা করেন কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মতিউর রহমান খান। কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আলমগীর হোসেন আলম। ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট রফিকুল আমীন। বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি স্বাধীন মোল্লাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সকল বক্তারা খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং গণহত্যার দায়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কঠোর বিচার দাবি করেন।