

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়ন বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ কামারুজ্জামান রতন। প্রধান বক্তা ছিলেন মুন্সিগঞ্জ ১ আসনের ( শ্রীনগর - সিরাজদিখান) বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান। সভাপতিত্ব করেন কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মতিউর রহমান খান। সঞ্চালনায় ছিলেন কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আলমগীর হোসেন আলম ও সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির। সভায় উপস্থিত ছিলেন কুকুটিয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং কুকুটিয়ার সর্বস্তরের জনগণ। দীর্ঘ ষোল বছর পর হাজার হাজার মানুষের উপস্থিতিতে কুকুটিয়া বাজার হয়ে যায় বিএনপির এক মিলনমেলা। দোয়া ও আলোচনা সভায় বিএনপির প্রমুখ নেতৃবৃন্দ বক্তৃতা করেন। বক্তারা সবাই খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন সাথে গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বলেন বাংলাদেশের মাটির সাথে স্বৈরাচার শেখ হাসিনা বেঈমানী করেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে শেখ হাসিনা ডিক্টেটরশিপ কায়েম করেছিল। শেখ হাসিনার অপরাধের শেষ নেই তাই বাংলার মাটি তাকে ক্ষমা করবে না। পরবর্তী জাতীয় নির্বাচনে কুকুটিয়া ইউনিয়ন বিএনপি দেশনেত্রীর মনোনীত প্রার্থীর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে নেতারা আশাব্যক্ত করেন। সকল ভেদাভেদ ভুলে তারা ঐক্যের ডাক দিয়েছেন।