

শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শ্রীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সিগঞ্জ ১ আসনের ( শ্রীনগর - সিরাজদিখান) বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী শেখ মোঃ আব্দুল্লাহ্। শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহীদুল ইসলাম মৃধা অসুস্থ থাকার কারণে শ্রীনগর উপজেলা বিএনপির সহ সভাপতি আশরাফ হোসেন মিলন সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান। শ্রীনগর উপজেলার ৮০ টি পূজামণ্ডপে নির্বিঘ্নে পুজা উদযাপন করার জন্য হিন্দু ধর্মাবলম্বীরা সকলের সহযোগিতা কামনা করেন। তারা উপস্থিত নেতৃবৃন্দ সকলকে পূজায় নিমন্ত্রণ করেন। ৫ আগস্টের পর বিএনপির মানবিক ভূমিকায় শ্রীনগর উপজেলার হিন্দু সম্প্রদায় অনেক খুশি হয়েছে বলে সভায় জানানো হয়। বিএনপির পক্ষ থেকে শেখ মোঃ আব্দুল্লাহ্ প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তার আশ্বাস দেন এবং বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে পূজার দিনগুলোতে হিন্দুদের পাশে থাকার নির্দেশনা দেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে হিন্দুদের পাশে থাকার অঙ্গীকার করেন।